ইউনিয়নের ইতিহাস

ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন মেগচামী ইউনিয়ন একটি জনগুরুত্বপূর্ন ইউনিয়ন। এই ইউনিয়নে তৎকালীন জমিদার, একজন সুনাম ধন্য জাতীয় সংসদ সদস্য সহ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ বসবাস করতেন। বর্তমানে ইউনিয়নের পশ্চিমে বালিয়াকান্দী উপজেলা, ইউনিয়নের পূর্বে গাজনা ইউনিয়ন, উত্তরে কোড়কদী ইউনিয়নে, এবং ইউনিয়নে বড় বড় বিল ও বিট্রিশদের আমলে নীল কুটির স্থাপন আজও স্বাক্ষী হয়ে আছে মেগচামী গ্রামে। ইউনিয়নের এক পূর্ব পাশ দিয়ে চন্দনা নদী বয়ে গেছে। ইউনিয়নের মোট জনসংখ্যা আনুমানিক 23,000, মোট ভোটার 12,000। এ ছাড়া বর্তমান সরকারের ডিজিটাল দেশ হিসেবে গড়ার যে, প্রত্যয় রেখেছেন তাহার মধ্যে মেগচামী ইউনিয়ন অন্যতম, এই ইউনিয়নে চলমান রয়েছে সকল সনদপত্র অনলাইনে।